জমি সংক্রান্ত বিরোধ, গুলিতে আহত নারী ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২২, ০১:১৫ এএম

জমি সংক্রান্ত বিরোধ, গুলিতে আহত নারী ইউপি সদস্য

নারায়ণগঞ্জ সদরের গোগনগর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিলুফা বেগম নামে এক নারী ইউপি সদস্যকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হবার পর প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে  ও পরে ঢাকা মেডিক্যালে পাঠিয়ে ভর্তি করা হয়েছে।

নিলুফা বেগমের বড় ভাই রহিম মুন্সী গণমাধ্যমে বলেন, “তার পায়ে গুলি লেগেছে, তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পর আমাদের ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দিয়েছে।”

স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিলুফার পরিবারের সঙ্গে স্থানীয় কাঠপট্টি এলাকার জলিল মাদবরের ছেলে রানার সাথে দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্ধের জেরে সকালে নিলুফার বাড়িতে দু’পক্ষের কথা কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে নিলুফা বেগম বিরোধ থামাতে গেলে রানা তাকে গুলি করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, একজন গুলিবিদ্ধ এসেছে, তার নাম পরিচয় জানায় চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, এ রকম কিছু আমার জানা নেই।

Link copied!