জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মুহিত

নিজস্ব প্রতিবেদক

জুন ২০, ২০২২, ১০:৩৯ পিএম

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মুহিত

পেশাদার কূটনীতিক মুহাম্মদ আবদুল মুহিতকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আবদুল মুহিতকে এ পদে নিয়োগের কথা জানানো হয়। বর্তমান রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হওয়ায় পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হতে চলেছেন মুহাম্মদ আব্দুল মুহিত।

মোহাম্মাদ আব্দুল মুহিত ১৯৯৩ সালে  ফরেন সার্ভিসে যোগ দেন। ১১তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবদুল মুহিত বর্তমানে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সেখানে জাতিসংঘ কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি অনাবাসী দূত হিসেবে তিনি হাঙ্গেরি,স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দেখভাল করা ছাড়াও ভিয়েনাস্থ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

ভিয়েনায় নিয়োগের আগে মুহিত ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। মূলত তার হাত দিয়েই যাত্রা শুরু হয় ডেনমার্কের বাংলাদেশ মিশনের। দেশটিতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার পাশপাশি এস্তোনিয়া ও আইসল্যান্ডের দায়িত্বও সামলিয়েছেন এই পেশাদার কূটনীতিক।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন আবদুল মুহিত। এছাড়া, কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করেছেন তিনি।

আবদুল মুহিত তার দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, কুয়েত, রোম ও দোহায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইমেন্ট করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আমেরিকাস অনুবিভাগ সামলানো ছাড়াও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

বাংলা, ইংরেজি, আরবিসহ বেশ কয়েকটি ভাষায় পারদর্শী এই কূটনীতিক ব্যক্তিজীবনে বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।

Link copied!