জাতীয় পরিচয়পত্রে জন্মস্থানের জায়গায় লেখা ‘ভেনেজুয়েলা’

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩১, ২০২২, ০৬:২৩ পিএম

জাতীয় পরিচয়পত্রে জন্মস্থানের জায়গায় লেখা ‘ভেনেজুয়েলা’

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় পরিচয়পত্র সংশোধনকারীরা পড়েছেন মহাবিপাকে। সংশোধিত এনআইডি কার্ডের সব তথ্য সঠিক থাকলেও জন্মস্থান হয়ে গেছে বাংলাদেশের পরিবর্তে ‘ভেনেজুয়েলা’! এতে বিভিন্ন প্রয়োজনে এনআইডি সংশোধনকারীরা পড়েছেন দুর্ভোগে।

জানা গেছে, একাডেমিক সনদ, পাসপোর্ট, জন্মনিবন্ধন কিংবা পিতা-মাতার কাগজপত্রের সঙ্গে তথ্যগত অমিলের কারণে অনেকেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য স্থানীয় নির্বাচন কার্যালয়ে আবেদন করেন। দিনের পর দিন ধরনা দিয়ে অনেক ভোগান্তির পর সংশোধন সম্পন্ন হওয়ার বার্তা পেয়ে নির্বাচন কমিশনের সার্ভার থেকে এনআইডি ডাউনলোড করে বিপাকে পড়ছেন। জন্মস্থানের কলামে ‘ভেনেজুয়েলা’ লিখা দেখে নতুন ভোগান্তিতে পড়েছেন তারা।

কম্পিউটারের দোকানিরা জানান, গত এক সপ্তাহ ধরে যারাই সংশোধনকৃত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করছেন, তাদের প্রত্যেকের কার্ডের জন্মস্থান ভেনেজুয়েলা লেখা আসছে। এটার সমাধান করা হলেও ভুক্তভোগীরা আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান বলেন, 'আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, দ্রুতই তা সমাধান হয়ে যাবে।'

Link copied!