জানালা ভেঙে বিএনপি নেতা খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৩, ০৬:২৯ এএম

জানালা ভেঙে বিএনপি নেতা খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগ

জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বিএনপির এই নেতার বাসভবনটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।  অগ্নিসংযোগের কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত নয়টার দিকে শহরের চিনিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত মশাল মিছিল নিয়ে খায়রুল কবীর খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বাসভবনের নীচতলার জানালার গ্লাস ভেঙে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে নরসিংদী দমকল বাহিনী। আগুনে বাসভবনের জানালা, গ্লাস ও চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী ঘটনাস্থল পরিদর্শন করে খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি সংবাদমাধ্যমকে বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে এই দুর্বৃত্তদের আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। 

তিনি আরও বলেন, ‘বাসভবন হলো মানুষের নিরাপদ আশ্রয়। সেখানে যদি এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেটি আতঙ্কিত হওয়ার মতো ঘটনা। জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর আগুনের ঘটনাকেও সন্দেহজনক মনে করেন তিনি।’

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্ত করে জানা যাবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত।’

Link copied!