জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৮, ২০২১, ১০:৪৭ পিএম

জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন: ফখরুল

জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্যই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সমাধি নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, ‘তার (শেখ হাসিনা) বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শামিল। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা রুচিহীন, শিষ্টাচারবহির্ভূত। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার কারণে এ ধরনের বক্তব্য দিচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘উনার দাফন হয়েছে, লাখ লাখ লোক জানাজায় শরিক হয়েছে। তৎকালীন সেনাপ্রধান এরশাদ সাহেব নিজে তার (জিয়াউর রহমান) বডি ক্যারি করেছেন। ইট ইজ এ ওপেন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার- এর চেয়ে বড় সত্য কিছু আর হতে পারে না।’ রাজধানীর শেরেবাংলা নগর থেকে জিয়ার মাজার সরকার স্থানান্তর করবে না বলেও তিনি মনে করেন।

উল্লেখ্য, সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেয়াকে কেন্দ্র করে  পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার সমালোচনায় প্রধানমন্ত্রী  ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার (২৬ আগস্ট) বলেন, 'বিএনপি জানে না সেখানে জিয়া নাই, জিয়ার লাশ নাই? তাহলে এত নাটক করে কেন? খালেদা জিয়া বা তারেক জিয়া কি কখনো তার লাশ দেখেছে? ওখানে একটা বাক্স নিয়ে এসেছিল। তাহলে তারা সেখানে যায় কেন? সেখানে গিয়ে মারামারি-ধস্তাধস্তি কেন? মারামারি-ধস্তাধস্তির অভ্যাস তাদের এখনো যায়নি।'

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত শোক দিবসের আলোচনায় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, ‘এটা তো খালেদাও ভালো করে জানে। তারেক কি বলতে পারবে তারা লাশ দেখেছে? সেখানে একটি বক্স আনা হয়েছিল। এরশাদই বলেছে, সেখানে কমব্যাট ড্রেস পড়া ছিল। জিয়া তখন প্রেসিডেন্ট। সে কি কমব্যাট ড্রেস পরত? এটা কি বিএনপি জানে না?’

Link copied!