টিকা নেওয়া শিশুরা ভাল আছে: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২১, ০৬:৪৮ পিএম

টিকা নেওয়া শিশুরা ভাল আছে: স্বাস্থ্য অধিদপ্তর

পরীক্ষামূলকভাবে করোনার টিকা নেওয়া ১২০ শিক্ষার্থী সুস্থ আছে। ১২ থেকে ১৭ বছর বয়সী এসব শিক্ষার্থীদের কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। অচিরেই স্কুলশিশুদের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের ৪ টি স্কুলের নবম ও দশম শ্রেণির ১২০ শিক্ষার্থী ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা গ্রহণ করেন। সেসময় বলা হয়েছিল, তাদের ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

টিকা নেওয়া শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, ‘আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি। তারা সবাই ভালো আছে’।

এসময় তিনি আরো বলেন, ‘স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। শিক্ষা মন্ত্রণালয় সব প্রস্তুতি নিয়ে আমাদের জানালেই আমরা টিকাদান শুরু করব’।

এদিকে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার (২৭ অক্টোবর) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, ‘আশা করছি খুব শিগগিরই, সপ্তাহখানেকের মধ্যেই বা তারও আগে আমরা এটি (টিকাদান) শুরু করতে পারব। আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে। রেজিস্ট্রেশনের কাজটি আরেকটু এগোলেই আমরা এটি শুরু করতে পারব’।

উল্লেখ্য, দেশে কোভিড-১৯ টিকা প্রয়োগ শুরুর আট মাস পর স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকা দেওয়া হয়।

Link copied!