টিকিটের দাবিতে বিমানবন্দর রেলস্টেশনে ভাঙচুর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২৩, ০৫:৪১ এএম

টিকিটের দাবিতে বিমানবন্দর রেলস্টেশনে ভাঙচুর

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে টিকিটের দাবিতে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা। এ সময় স্টেশন গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ইটপাটকেল নিক্ষেপ চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আন্দোলনকারী যাত্রীরা জানান, তাঁরা ঈদে বাড়ি যাওয়ার জন্য স্টেশনে এসেছেন। কিন্তু এসে কোনো ট্রেনের টিকিট পাননি। এমনকি স্টেশনে স্ট্যান্ডিং টিকিটও নেই। যার কারণে আন্দোলন করে স্টেশনে ঢুকেছেন তাঁরা।

মহাসড়ক অবরোধ করা যাত্রীরা জানান, তারা টিকিট চান। টিকিট ছাড়া স্টেশন ছাড়বেন না। প্রয়োজনে বিনা টিকিটেই ট্রেনে করে বাড়ি যাবেন।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক আলী আকবর গণমাধ্যমকে বলেন, অনলাইনে টিকিট না পাওয়া ক্ষুব্ধ যাত্রীরা বিমানবন্দর রেলস্টেশনে হামলা করেন এবং ইটপাটকেল ও পাথর ছুড়ে মারেন। পরে পুলিশ তাঁদের নিবৃত্ত করে। এতে কেউ আহত হননি। বিমানবন্দরের ফটক বন্ধের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মানুষের অবাধ যাতায়াত ঠেকাতে গেটটা লাগানো থাকে। যখন ট্রেন আসে, তখন সেটা খুলে দেওয়া হয়।

বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, একটি পক্ষ থাকে যারা বিনা টিকিটেই প্রতি বছর যাওয়ার পাঁয়তারা করে। আজকে গার্মেন্টস ছুটির পর শ্রমিকদের একটি গ্রুপ একই পাঁয়তারা করেছে। পরে বিমানবন্দর স্টেশনে হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘যাত্রীদের চাহিদার তুলনায় আমাদের টিকিট অত্যন্ত কম। ১০০ পার্সেন্ট অনলাইন। আর ২৫ পার্সেন্ট সিট ছাড়া টিকিট দেওয়া হয়। কিন্তু তবুও আমাদের এ সিটও ছিল না। যার কারণে যাত্রীরা হামলা চালিয়েছে।’

Link copied!