টেকনাফে অপহৃত ৪ জন উদ্ধার, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২, ২০২২, ০৩:৫০ পিএম

টেকনাফে অপহৃত ৪ জন উদ্ধার, গ্রেপ্তার যুবক

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় অপহৃত চারজনকে উদ্ধার করেছে র‍্যাব-পুলিশ। মারিশবনিয়া পাহাড় থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

উদ্ধার ব্যক্তিরা হলেন আমিনুর রহমান, মো. নুর, মো. ইলিয়াছ ও সৈয়দ আহমদ। তাদের বাড়ি বাহারছড়ার নোয়াখালী পাড়ায়।

পুলিশ জানায়, এ ঘটনায় অপহরণকারী ফরিদ আহমেদকে আটক করা হয়েছে। ফরিদ নোয়াখালীর মৃত ফজল আহমদের ছেলে।

টেকনাফ থানার পরিদর্শক মো. হাফিজুর রহমান বলেন, চাষি মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ সৈয়দকে পাহাড় থেকে রোববার সকালে অপহরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে একই ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আমিনুর রহমান ও একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ নূরকে ‘কথা আছে’ বলে ঘর থেকে ডেকে গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে তাদের স্বজনদের কাছে ১০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর প্রেক্ষিতে থানায় একটি মামলাও হয়। পরে তাদেরকে রোববার দিনব্যাপী পাহাড়ে অভিযান চালায় পুলিশ। কিন্তু কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এরপর সোমবার বিকেল ৩টা থেকে ৯টা পর্যন্ত একযোগে টেকনাফের বাহারছড়া গহিন পাহাড়ে র‍্যাব ও পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে রাতে গহীন পাহাড়ি আস্তানা থেকে অপহৃত দুই-কিশোরসহ চারজনকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত স্থানীয় এক অপহরণকারীকেও আটক করা হয়।

Link copied!