ঠাকুরগাঁওয়ে তিন স্কুলে করোনাক্রান্ত ১৩ শিশু

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৫:০০ এএম

ঠাকুরগাঁওয়ে তিন স্কুলে করোনাক্রান্ত ১৩ শিশু

ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ শিশু শিক্ষার্থী। আক্রান্ত ১৩ জনের মধ্যে ৫ জন সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ৫ জন হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্য ৩ জন সোনালী শৈশব নামের একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠান তিনটির সংশ্লিষ্ট শ্রেণির পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

প্রথমে বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুজন ও পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীর নমুনা দেওয়া হয়। নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বুধবার (২২ সেপ্টেম্বর) থেকে ওই বিদ্যালয়ের দুই শ্রেণির ক্লাস সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। 

বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা বেগম শম্পা যুগান্তরকে জানান, নমুনা পরীক্ষায় দুজন ছাত্রী ও তিনজন ছাত্রের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ওই শিক্ষার্থীরা বিভিন্ন বিদ্যালয়ের হলেও সবাই ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকা শাখায় থেকে পড়ালেখা করে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) করোনা শনাক্ত হওয়ার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৩ শিক্ষার্থীর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকা শাখার উপতত্ত্বাবধায়ক রিক্তা বানু। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠান তিনটির সংশ্লিষ্ট শ্রেণির পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

Link copied!