ড. কলিমুল্লাসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

জুন ২, ২০২২, ০৪:৩১ এএম

ড. কলিমুল্লাসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

 

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন বিষয়ে মন্তব্যের কারণে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ-জানিপপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ বাদী হয়ে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন। মামলায় ড. কলিমুল্লাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এবং যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে। 

বাদী তার অভিযোগে বলেছেন, গত ২২ মে প্রচারিত যুক্তরাজ্যভিত্তিক ওই ইউটিউব চ্যানেলে জানিপপ চেয়ারম্যান বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৬০ কোটি টাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন আরফানুল হক। ড. কলিমুল্লার ওই বক্তব্য সমর্থন করেন টকশোতে অংশ নেওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। বাদীর অভিযোগ, টক শোতে এ ধরণের মন্তব্য কুসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানহানিকর। 

বাদীর আইনজীবী সাইমুম চৌধুরী জানান, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আগামী ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। 

 

Link copied!