ডিএনসিসিতে নিম্ন আয়ের মানুষের কবর ফি ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১২, ২০২২, ০২:৩০ পিএম

ডিএনসিসিতে নিম্ন আয়ের মানুষের কবর ফি ১০০ টাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিয়ন্ত্রণাধীন কবরস্থানগুলোতে সাধারণ কবরের জন্য ৫০০ টাকা এবং দুঃস্থ, অসহায় ও নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে কবরের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

বৃহস্পতিবার রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানী কবরস্থান ছাড়া অন্যান্য কবরস্থানসমূহে কবরের ওপর পুনঃকবর প্রদানের জন্য ত্রিশ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়। বনানী কবরস্থানে কবরের ওপর পুনঃকবর প্রদানের জন্য এই ফি ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে- কবর সংরক্ষণে মানুষকে নিরুৎসাহিত করার লক্ষ্যে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানে শুধুমাত্র পুনঃকবরের রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে।

সম্প্রতি ডিএনসিসির দ্বিতীয় পরিষদের ১৪তম করপোরেশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Link copied!