ঢাকার সব ভবন সার্ভে করে ৭ দিনের মধ্যে রাজউকের সতর্কতা নোটিশ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৯, ২০২৩, ০৭:০৮ পিএম

ঢাকার সব ভবন সার্ভে করে ৭ দিনের মধ্যে রাজউকের সতর্কতা নোটিশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, আগামী ৭ দিনের মধ্যে ঢাকার প্রতিটি ভবন সার্ভে করে বেজমেন্টে কোনো দোকান বা রেস্টুরেন্ট থাকলে ভবন মালিককে প্রাথমিক সতর্কতা নোটিশ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা জানান রাজউকের সদস্য (উন্নয়ন ও প্রশাসন) তন্ময় দাশ।

তিনি বলেন, ঢাকাকে ২৪টি সাবজোনে ভাগ করে আগামী ৭ দিনের মধ্যে আমরা এই সার্ভে শেষ করব এবং এরপর ভবন মালিকদের সতর্কতামূলক নোটিশ দেওয়া হবে। 

বিস্ফোরণের তৃতীয় দিনেও রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের কাগজপত্র খুঁজে পায়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ প্রসঙ্গে তন্ময় দাশ বলেন, নথির খোঁজ করা হচ্ছে। নথি পাওয়া গেলে বোঝা যাবে, ভবনটির কত তলার অনুমোদন ছিল।

তিনি আরও বলেন, অনেক পুরোনো এই ভবনের নথি ম্যানুয়ালি রাখা। গতকাল বুধবার শবে বরাতের ছুটি থাকায় নথি খুঁজতে দেরি হয়েছে। কত তলার পারমিশন ছিল, সেটা নথি দেখলে জানা যাবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের একটি ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনের সবগুলো তলায় জানালার কাঁচ উড়ে যায়। এই বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ শতাধিক মানুষ। এর মধ্যে ১৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!