শোক না করে মৃত আত্মীয়ের জন্য আনন্দোৎসব!

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৪, ০৩:১৪ পিএম

শোক না করে মৃত আত্মীয়ের জন্য আনন্দোৎসব!

প্রতীকী ছবি

কাছের মানুষের মারা যাওয়ার স্মৃতি কষ্ট দিয়ে যায় সারা জীবন। কারও মৃত্যু দিবসে প্রার্থনা, স্মরণসভার মাধ্যমে শোক জানানোর রীতি রয়েছে পৃথিবীর নানা দেশে। তবে মৃত আত্মীয়কে উদ্দেশ্য করে আনন্দ করতে শুনেছেন কখনো?এমনই এক অদ্ভুত রীতি পালন করা হয় মেক্সিকোতে।

প্রতি বছর নভেম্বর মাসের ১ এবং ২ তারিখে ‘ডে অফ দ্য ডেড’ বা ‘মৃতদের দিন’নামে পরিচিত দিবসটি পালন করা হয়। দিনটি উদযাপনে সরকারিভাবে ছুটি পালন করা হয় মেক্সিকোতে।

এই দুই দিন শিশু থেকে বয়স্ক পরিবারের যারা মারা গেছে সবার সমাধিস্থান ফুল, আলো, খেলনা ও নানারকম খাবার দিয়ে সাজানো হয়। 

মেক্সিকানদের প্রাচীন বিশ্বাস এ সময় মৃত মানুষেরা যেখানে ঘুমিয়ে আছেন সেই দরজা পৃথিবীর জন্য খুলে যায়। এ সময় মৃত আত্মীয়রা জীবিত আত্মীয়দের সাথে কিছু সময়ের জন্য সাক্ষাৎ করতে আসেন।

তাদের স্বাগত জানাতেই রঙিন জামা কাপড়, মাথার খুলি, কঙ্কালের আদলে তৈরি  রঙিন মাস্ক পরে আনন্দোৎসব করেন পরিবারের সদস্যরা। মৃত আত্মীয়দের আপ্যায়ন করা হয় জীবিত অবস্থায় খাওয়া তাদের প্রিয় খাবার দিয়ে। ভবিষ্যত প্রজন্মকে তাদের পূর্বপুরুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হিসেবেও দেখা হয় এই দিনটিকে। পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের পরিচয়,স্মৃতি, কার্যকলাপ তুলে ধরা হয় পরিবারের ছোট সদস্যদের কাছে।

মেক্সিকানরা মনে করেন মারা যাওয়া কোনো দুঃখের বিষয় নয় বরং লম্বা একটি জীবনের সমাপ্তি ঘটে মৃত্যুর মধ্য দিয়ে। তাই তারা মৃত্যুকে সহজভাবে নিয়ে মৃত আত্মীয়দের আনন্দের সাথে মনে করেন।

২০০৮ সালে ইউনেস্কো এই উৎসবটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। প্রাচীন বিশ্বাসের এই উৎসব দিন দিন বিস্তৃত হচ্ছে আধুনিক মেক্সিকানদের সাংস্কৃতিক উৎসব হিসেবে।

Link copied!