ঢাকায় এল আরও ২০ লাখ সিনোফার্মের টিকা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২১, ০২:৫৯ পিএম

ঢাকায় এল আরও ২০ লাখ সিনোফার্মের টিকা

চীন সরকারের কাছ থেকে কেনা করোনাভাইরাস প্রতিরোধী সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকার মধ্যে  দুই দফায় ২০ লাখ ডোজ  দেশে এসে  পৌঁছেছে। শনিবার (১৭ জুলাই) রাত ১১ টা ৩৫ মিনিটে প্রথম দফায় ১০ লাখ ডোজ টিকা নিয়ে  বিমান বাংলাদেশ এয়ারলেইন্সের একটি উড়োজাজাজ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পরে রাত ৩ টায় অপর একটি ফ্লাইটে দ্বিতীয় দফায় আরও ১০ লাখ টিকা আসে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।মাইদুল ইসলাম প্রধান বলেন, ‘চীন থেকে দুই দফায় ২০ লাখ ডোজ টিকা ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে।’

এর আগে, শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, চীন থেকে আগামীকাল (১৭ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরো ২০ লাখ ডোজ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।’

গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সবুজ সংকেত পায়। এরপর ১৪ জুলাই সিনোফার্মের টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেয় সরকার।

চীনের সিনোফার্মের কাছ থেকে বাংলাদেশ সরকার এরই মধ্যে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। সিনোফার্মের এসব টিকা আগামী তিন মাসের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

চীনের সঙ্গে টিকা কেনার চুক্তি হওয়ার আগেই দেশটির সরকার দুই দফায় ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা বাংলাদেশে পাঠায়।পরবর্তীতে গত ৩ ও ৪ জুলাই সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা চীন থেকে ঢাকায় এসে পৌঁছায়। ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, চীন থেকে আসা ওইসব টিকা দেশটির কাছ থেকে কেনা টিকারই একটি চালান।

তবে গত ১৪ জুলাই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন গণমাধ্যমে জানান, চীন থেকে আসা ওই ২০ লাখ ডোজ টিকাও শি জিনপিং সরকারের  উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে।  

চীন সরকারের উপহার সিনোফার্মের টিকা দিয়ে গত ১৯ জুন দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে এই টিকা কার্যক্রম চলে।

Link copied!