ঢাকায় বিভাগীয় পদযাত্রা একদিন এগিয়ে এনেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০২:৫২ এএম

ঢাকায় বিভাগীয় পদযাত্রা একদিন এগিয়ে এনেছে বিএনপি

‘গণতন্ত্র পুনরুদ্ধার’, খালেদা জিয়ার মুক্তি, কারাগারে থাকা দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় যুগপৎ ‘পদযাত্রা’ কর্মসূচি একদিন এগিয়ে এনেছে বিএনপি।

অন্য মহানগরীতে কর্মসূচির তারিখ ১৮ ফেব্রুয়ারি ঠিক থাকলেও ঢাকায় একদিন আগে অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি ওই কর্মসূচি পালন করবে দলটি। ওই দিন বেলা আড়াইটায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে দুটি পদযাত্রা হবে।

তবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ অন্যান্য মহানগরে ১৮ ফেব্রুয়ারি শনিবার পদযাত্রা কর্মসূচি বহাল আছে। গত রবিবার বিকেলে রাজধানীর শ্যামলী এলাকায় পদযাত্রা কর্মসূচি থেকে আবারও পদযাত্রার এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকায় পদযাত্রার তারিখের ব্যাপারে এই সিদ্ধান্ত জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অনিবার্য কারণে ঢাকার পদযাত্রা আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে এমরান সালেহ জানান, ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরে পদযাত্রা হবে। তিনি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব মহানগর এবং এর অধীন থানা, ওয়ার্ডসহ ইউনিটের নেতা-কর্মী, সমর্থকদের পদযাত্রার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে জনদুর্ভোগের প্রতিবাদসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফার আন্দোলন বেগবান করার আহ্বান জানানো হয়।

Link copied!