ঢাকায় শেষ মুহূর্তের কেনাকাটার ধুম

নিজস্ব প্রতিবেদক

মে ২, ২০২২, ০৫:৪৬ এএম

ঢাকায় শেষ মুহূর্তের কেনাকাটার ধুম

আর মাত্র একদিন বাকি। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটা সেরে ফেলছেন নগরবাসী। পোশাক, জুতা কিংবা গহনা- সব দোকানেই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।

রাজধানীর শপিং মলগুলোতে এখন দুই বেলাতেই ক্রেতার সমাগম চোখে পড়ার মতো। শিশু-তরুণ-তরুণী-বয়স্ক সবাই আসছেন কিছু না কিছু কিনতে। বেচাকেনা চলছে গভীর রাত পর্যন্ত।

আতর-টুপির দোকানে ভিড়

সব ধরনের কেনাকাটার পর ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ আতর ও টুপি কেনাকাটা শুরু হয়েছে। নতুন পোশাকের সঙ্গে মানানসই টুপি কিনতে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও এর পাশের ফুটপাতকে ঘিরে গড়ে উঠা আতর, টুপি, তসবিহ ও জায়নামাজের দোকানগুলোয় ক্রেতাদের বেশি ভিড় লক্ষ্য করা গেছে।

ফ্যাশন হাউজ আড়ং, বিশ্ব রঙ, ইয়েলো, রঙ বাংলাদেশ, নবরূপা, মেট্রো, ইনফিনিটি, ক্যাটস আই, জেন্টেল পার্কের মতো ব্র্যান্ড শপগুলোতে শেষ মুহূর্তে কেনাকাটায় পোশাকের পাশাপাশি প্রাধান্য পাচ্ছে জুতা, কসমেটিকস, পারফিউম।

ক্রেতার ভিড় দেখা গেছে রাজধানীর নিউ মার্কেট এলাকাতেও। টুকিটাকি জিনিসের জন্য এখানে আসছেন ক্রেতারা। ঢাকা কলেজের সামনে ফুটপাতেও ব্যস্ত দোকানিরা। দামে হলে ক্রেতা নিচ্ছেন, না হয় ‍ঢুঁ মারছেন অন্য কোথাও।

Link copied!