তিন মাস ধরে নিখোঁজ থাকার পর জঙ্গি সন্দেহে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২২, ০২:১৭ পিএম

তিন মাস ধরে নিখোঁজ থাকার পর জঙ্গি সন্দেহে গ্রেপ্তার

ঢাকার মিরপুর থেকে নিখোঁজের তিন মাসের বেশি সময় পর খোঁজ মিলেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী ইফাজ আহমেদ চৌধুরীর। এক সপ্তাহ আগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জঙ্গি সন্দেহে তাঁকে গ্রেপ্তার করে। ইফাজ আহমেদসহ তিনজনকে যাত্রাবাড়ী এলাকা থেকে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার ইফাজের পরিবার গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরেছে বলে গণমাধ্যমকে জানিয়েছে। 

গত ১১ এপ্রিল ইফাজ মিরপুর থেকে নিখোঁজ হন উল্লেখ করে মিরপুর থানায় জিডি করেছিলেন তাঁর মা জান্নাতুল ফেরদৌস। ইফাজ বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে মিরপুর–২ নম্বরের বসতি হাউজিং এলাকায় বসবাস করতেন। সিটিটিসির একজন কর্মকর্তা বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ইফাজ আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সেখানে পোপন বৈঠক করছিলেন। পরদিন ১৭ জুলাই যাত্রাবাড়ী থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনি এখন কারাগারে।

Link copied!