তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ ৮ জনেরই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৩, ২০২২, ০৪:২৬ পিএম

তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ ৮ জনেরই মৃত্যু

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীন নামে আরও এক দগ্ধ মারা গেলেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ আট জনেরই মৃত্যু হলো।

গতকাল শুক্রাবর রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহীনের শরীরের ৪০ ভাগই  দগ্ধ ছিল। 

ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় এর আগে মৃত ৭ জন হলেন- শফিকুল ইসলাম (৩২), নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৫), আলমগীর হোসেন (২৩), মিজানুর রহমান (৩৫), মাসুম আলী (৩৫) ও আল আমিন (৩০)।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের দক্ষিণ রাজাবাড়ির গাজী মাজাহারুল ইসলামের ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরই গ্যারেজে আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় গ্যারেজ ও ভাঙারির দোকানের মালিক, অটোরিকশা চালকসহ ৮ জন দগ্ধ হন।

Link copied!