দুইবার সংলাপে বসেছি ফলাফল জগাখিচুরি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জুন ৯, ২০২৩, ১২:৩৮ এএম

দুইবার সংলাপে বসেছি ফলাফল জগাখিচুরি: ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সংলাপের কথা শুনে বিএনপির নেতাদের আবারও জিহ্বায় পানি এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংলাপ নিয়ে আপাতত আমরা ভাবছি না। দুইবার সংলাপে বসেছি। ফলাফল জগাখিচুরি।

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ জুন) বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ত্বতাবধায়ক মরে গেছে ফখরুল সাহেব আবার আপনাকে সতর্ক করছি আমরা এটা নিষিদ্ধ করিনি করেছে উচ্চ আদালত। শেখ হাসিনাকে অপমান করেছেন সেই তত্বাবধয়ক চাইনা।

তিনি বলেন, আজিজ মার্কা নির্বাচন কমিশন আর হবেনা। আইন করে নির্বাচন কমিশন করেছে আমাদের নেত্রী।

কাদের বলেন, বিদেশি বন্ধুরা নিরপেক্ষ নির্বাচন চায়, বিদেশিরা চায় ফ্রি ফেয়ার ইলেকশন। আর বিএনপি চায় তত্বাবধায়ক সরকার। তারা পার্লামেন্ট বিলুপ্ত করতে চায়, সরকারকে হটাতে চায়।

তিনি বলেন, সাম্প্রদায়িকতা ও সৈরশ্বাসন থেকে দেশকে বাচাতে হবে এরা আদর্শ গিলে খেয়েছে. বিএনপি নামক বিষধর সাপ গোটা বাংলাদেশ গিলে খাবে সাবধান!

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জ্বালানী সংকট আমরা জনগণকে বলেছি ১০-১৫ দিন ধৈর্য ধরেন, কারন শেখ হাসিনা মুখ দিয়ে যা বলে তাই করেন। এই সরকার লুটারে সরকার নয়, এই সরকার হাওয়া ভবনের সরকার নয়, এই সরকার জনগণের সরকার।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন নির্বাচনে ভোট দিলে থাকবো নইলে আবারো মানুষের কাছে চলে যাবো কিন্তু পালিয়ে যাবো না। বাংলাদেশের জনগণ আপনাদের কথায় রাজপথে নামবে না। নেতা কই নেতা -নেতা এখন অনলাইনে কথা বলে। এবার প্রথম যারা ভোট দিবে নতুন ভোটার তাদের প্রতি অনুরোধ করে বলেন প্রথম ভোট যেন হয় নৌকায়।

Link copied!