দেশে করোনা রোগীর ৯৮ ভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৫, ২০২১, ০৭:২১ পিএম

দেশে করোনা রোগীর ৯৮ ভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত

দেশে করোনায় আক্রান্তদের ৯৮ শতাংশই বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে  বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত  জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ করার সময় তিনি এ তথ্য জানান। উপাচার্য নিজেই জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক (সুপা্রভাইজার) হিসেবে দায়িত্ব পালন  করেছেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, দেশে করোনাভাইরাসের চারটি ধরন পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি পাওয়া গেছে ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট। দেশে করোনা আক্রান্তদের মধ্যে ৯৮ শতাংশের দেহেই ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে।

উপাচার্য বলেন, চলতি বছরের ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত সারাদেশব্যাপী রোগেীদের ওপর এই গবেষণা চালানো হয়।

তিনি বলেন, গবেষণায় দেশের সব বিভাগের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং করা হয়। গবেষণায় মোট ৩০০ কোভিড-১৯ পজিটিভ রোগীর ন্যাযোফ্যারিনজিয়াল সোয়াব স্যাম্পল থেকে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং য়ের মাধ্যমে করোনাভাইরাসের জেনোম সিকোয়েন্সিং করা হয়। 

বিএসএমএমইউ উপাচার্য আরও বলেন, ‘করোনা জেনোম সিকোয়েন্সিং বিশ্লেষণ গবেষণায় প্রকাশিত তথ্য থেকে দেখা যায়, গত ডিসেম্বরে ইউকে বা আলফা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমণের হার বেবশি ছিল। পরে মার্চের রিপোর্ট অনুযায়ি সাউথ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমণের হার বেশি ছিল।

 

Link copied!