দেশে চলছে প্রহসন ও তামাশার নির্বাচন: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১১, ২০২১, ১১:৪৯ পিএম

দেশে চলছে প্রহসন ও তামাশার নির্বাচন: জি এম কাদের

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নামে দেশে খুনোখুনি চলছে। চলছে প্রহসন ও তামাশার নির্বাচন। নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।

মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ জাতীয় পার্টির সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

জি এম কাদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা প্রয়োগ করছে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। ঠুনকো কারণে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকারদলীয় প্রার্থীরা। আবার সরকারদলীয় প্রার্থীরা হামলা-মামলা করছেন জাতীয় পার্টি প্রার্থীদের ওপর।

জাপা চেয়ারম্যান আরও বলেন, সরকারি দলের সমর্থকেরা নির্বাচনের মাঠে দাঁড়াতে দিচ্ছেন না ভিন্নমতাবলম্বীদের। ইউনিয়ন পরিষদ হচ্ছে সবচেয়ে কম ক্ষমতার একটি প্রতিষ্ঠান, যেখানে বাজেটও থাকে স্বল্প কিন্তু নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসন ব্যবহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে না পারাটা দুর্ভাগ্যজনক।

Link copied!