বিদেশি কূটনীতিকদের কাছে মতামত চাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২২, ০৮:৩০ পিএম

বিদেশি কূটনীতিকদের কাছে মতামত চাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের কাছে মতামত চাওয়ার সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘দুঃখের বিষয় যে আমাদের দেশের বিভিন্নজন আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি সরকারের মতামত চেয়ে থাকেন। এই সংস্কৃতিটা পরিবর্তন করা দরকার। আজকে অথবা ভবিষ্যতে আমরা এটি অবশ্যই এটি পরিবর্তন করবো।’

সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

এসময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের মনে রাখা উচিত আমরা পরাধীন দেশ নই। এটা কোনো কলোনি না। তারা তাদের নিয়ম-শিষ্টাচার অনুযায়ী চলবেন, সেটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, আমি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। ওই সময়ে সেখানকার সাংবাদিকরা আমাকে নানা বিষয়ে প্রশ্ন করেছেন। কিন্তু রাষ্ট্রদূত হওয়ার পর তারা আমাকে তাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে প্রশ্ন করেননি। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশের অনেকেই কূটনীতিকদের কাছে যান, অভ্যন্তরীণ প্রশ্ন করেন। এই কালচার পরিবর্তন করা প্রয়োজন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলন বসছে ঢাকায়। আগামী ২২-২৩ নভেম্বর কর্মকর্তা পর্যায়ের আলোচনার পরে ২৪ নভেম্বর মন্ত্রীদের সম্মেলন হবে। ২৩ সদস্য দেশ থেকে ১৬টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩৪ জন বিদেশি প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

Link copied!