দেশের সব বিভাগে আগামী দুইদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২২, ০৫:০০ এএম

দেশের সব বিভাগে আগামী দুইদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের সব বিভাগে আগামী দুইদিন ( ৪ ও ৫ মে) বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কয়েক দিনের মধ্যেই আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (০৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও নওগাঁর বদলগাছীতে। এ দুটি জেলার তাপমাত্রা ছিলো ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়া ও চট্টগ্রামে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ ২৬ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

ঈদের দিন সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল। সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এতে ঈদের নামাজের জামাত শেষে মানুষ কিছুটা সমস্যার মধ্যে পড়েন। তবে অধিকাংশ স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে জামাত শেষ হয়ে যাওয়ায় ভোগান্তির মাত্রা বেশি ছিল না।

Link copied!