নিউ সুপার মার্কেটে আগুন: ধোঁয়ায় অসুস্থ ২৩ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৫, ২০২৩, ০৬:৫৫ পিএম

নিউ সুপার মার্কেটে আগুন:  ধোঁয়ায় অসুস্থ ২৩ জন হাসপাতালে ভর্তি

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অসুস্থরা হলেন, ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২) শান্ত (২০) তৌফিক (২৩),রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪), বিমান বাহিনীর সার্জেন্ট আরাফাত (৩৫)।

এছাড়া দোকান কর্মী বায়জিদ (২৫), হাসান (২০) ইয়াছিন (২৪), স্বপন(২৩),রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান(১৮),.দোকান মালিক জীবন (৩০), জীবন (২২) ভলেন্টিয়ার রিফাত (২৪) ও রিকশা চালক জাকির হোসেন (২৭) আনসার সবুজ (২০)।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, “তাঁরা প্রত্যেকেই ধোঁয়াজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাঁদের প্রাথমিকভাবে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের ৩২ ইউনিটের চেষ্টায় সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Link copied!