নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও ২ দোকান কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মে ১১, ২০২২, ১২:৫৪ এএম

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও ২ দোকান কর্মচারী গ্রেপ্তার

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কাউসার ও বাবু নামে আরও দুইজন দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংঘর্ষের ঘটনায় পাঁচ মামলায় এ নিয়ে ৫ শিক্ষার্থীসহ আটজনকে গ্রেপ্তার করা হলো।

গতকাল সোমবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দুজন নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্টফুড দোকানের কর্মচারী। তাদেরকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিবি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিবি) এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরিদন সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ ও মোরসালিন নামে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা পরিচয়ে আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

Link copied!