নিজেদের এজেন্ট দিয়ে আওয়ামী লীগ কুমিল্লার ঘটনা ঘটিয়েছে:মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৭, ২০২১, ০৩:১৬ এএম

নিজেদের এজেন্ট দিয়ে আওয়ামী লীগ কুমিল্লার ঘটনা ঘটিয়েছে:মির্জা ফখরুল

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব চলার সময় সারা দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনার পেছনে আওয়ামী লীগের মদদ রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ ক্ষুব্ধ। মানুষ তার অধিকার নিয়ে আন্দোলন করবে। এ জন্য মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নিজেদের এজেন্ট দিয়ে আওয়ামী লীগ কুমিল্লার ঘটনা ঘটিয়েছে।’ এরপর দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রামেও বিভিন্ন সমস্যা তৈরি করে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে কাজীর দেউড়ি মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নগর শাখা বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল এসব কথা বলেন।

আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এ দেশের মানুষ ভালো করেই জানে, আওয়ামী লীগের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে সে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই দানবীয় ও ফ্যাসিস্ট সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করতে জনগণকে নিয়ে অভ্যুত্থান সৃষ্টি করতে হবে। এর মাধ্যমে দেশের জনগণের সরকার গঠন করতে হবে।’ আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না বলেও তিনি মন্তব্য করেন।

সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে-আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘কিসের সার্চ কমিটি। নিজেদের পছন্দের লোকদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হবে। আবার তারা হুদা মার্কা কমিশন গঠন করবে। যারা দিনের ভোট আগের রাতে নিয়ে নেয়। বিএনপি এই ফাঁদে পা দেবে না। আওয়ামী লীগ মানুষকে ভোট দিতে দেয় না।’

বিরোধী দলের নেতা–কর্মীদের মাঠে নামতে দেয় না-অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, বিরোধী দল সভা–সমাবেশ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভন্ডুল করে দেওয়া হয়।  সেখানে বিভিন্ন এলাকার বিএনপি নেতারা অভিযোগ করছেন, পুলিশ–র‌্যাবের সামনেই সন্ত্রাসীরা মন্দির–মণ্ডপ ভাঙচুর করছে। আর এসব ঘটনায় বিএনপির নেতা–কর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে।’

 চট্টগ্রাম নগর শাখা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

Link copied!