নিষেধাজ্ঞা উপেক্ষা করে হালদায় মাছ শিকার চলছে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩০, ২০২২, ০৫:০০ পিএম

নিষেধাজ্ঞা উপেক্ষা করে হালদায় মাছ শিকার চলছে

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে মাছ শিকার চলছে। ভোরে বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার মিটার জাল ও একটি মা মাছ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পরে মা মাছটি হালদায় অবমুক্ত করা হয়। চট্টগ্রামে হাটহাজারির হালদা নদীর বিভিন্ন অংশে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম।

শাহিদুল আলম জানান, উত্তর মাদার্শা ইউনিয়নের আজিমের ঘাট পয়েন্ট থেকে ফরহাদাবাদ ইউনিয়ন পর্যন্ত অভিযান পরিচালিত হয়। সেসময় হালদা নদী থেকে ২ হাজার মিটার জাল জব্দ করা হয়। 

ইউএনও বলেন, হালাদর মা মাছ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। ২৪ ঘণ্টা পুলিশের টহলের সাথে হালদা পাড়ে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রজনন মৌসুমে হওয়ায় মা মাছ রক্ষায় হালদা পাড়ের অধিবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও। 

 
Link copied!