পদ্মাসেতুতে মোটরসাইকেল, বাসশ্রমিকদের পেটে লাথি

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৯, ২০২৩, ০৬:৩৮ পিএম

পদ্মাসেতুতে মোটরসাইকেল, বাসশ্রমিকদের পেটে লাথি

ঈদের আগে জ্যাম আর যাত্রীর চাপে পা ফেলার জায়গা পাওয়া যায় না রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। এবার যেন ভিন্ন চিত্র। টার্মিনালে নেই যাত্রীর চাপ। 

বুধবার (১৯ এপ্রিল) সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়। 

বাস শ্রমিকদের ভাষ্য, পদ্মাসেতু চালু হওয়ার পর এ টার্মিনালে যাত্রীর চাপ অনেক কমে গেছে।

সোনালী পরিবহনের কাউন্টারে দায়িত্বরত আমজাদ দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, গতবারের চেয়ে এবার যাত্রীর চাপ অনেক কম। টিকিট বিক্রি হচ্ছে না। অনান্য বার যেখানে বাড়তি টিপ লাগে। এবার সেখানে বাস বসে আছে। 

তিনি আরও বলেন, এবার মোটরসাইকেলের অনুমতি দিয়েছে। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে চলে গিয়েছে। ফলে আমাদের যাত্রী সংকট তৈরি হয়েছে। 

সৌখিন পরিবহনের দায়িত্বরত আলম জানান, পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণ বঙ্গের যাত্রী আর গাবতলী হয়ে যায় না। এবার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়ে আমাদের পেটে লাথি মারা হয়েছে।  

ঈগল পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল আওয়াল অবশ্য আশার কথা জানিয়েছেন।  তিনি বলেন, যারা অগ্রিম টিকিট কেটেছিল তারা গতকাল চলে গিয়েছে। যার কারণে আজকে একটু চাপ কম। আগামীকাল গার্মেন্টস ছুটি দিলে আশা করি চাপ বাড়বে। 

এদিকে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে গাবতলী বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় পুলিশের সাথে সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করছেন।

Link copied!