পররাষ্ট্রসচিব ২৩-২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৪:০৬ পিএম

পররাষ্ট্রসচিব ২৩-২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। শ্রিংলা গত বছরের ডিসেম্বরে ভারত সফরের জন্য মাসুদ বিন মোমেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

পররাষ্ট্রসচিব ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে পৌঁছবেন। সেখানে তিনি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট একটি সূত্র গতকাল বুধবার বাসসকে এসব কথা জানিয়েছে।

মাসুদ বিন মোমেন চেন্নাই থেকে পরের দিন ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাবেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সূত্রমতে, শ্রিংলার সঙ্গে বৈঠকে মাসুদ বিন মোমেন নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।

মাসুদ বিন মোমেন ভারতে তার তিন দিনের সরকারি সফর শেষে ২৫ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন।

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা সফরের এ বিষয় বাসসকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা আসন্ন সফরটি নিয়ে কাজ করছেন।

মিশনের ওই কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, এই সফর প্রায় নিশ্চিত। আমরা এ নিয়ে কাজ করছি।’

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা।

মাসুদ বিন মোমেন বার্ষিক বাংলাদেশ-ইন্ডিয়া ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য গত বছরের ২৭ থেকে ২৯ জানুয়ারি ভারত সফর করেছিলেন।

সূত্র: বাসস

Link copied!