প্রথমবার মোংলা বন্দরে ৮ মিটার গভীরতার জাহাজ নোঙর করল

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৪:৫০ এএম

প্রথমবার মোংলা বন্দরে ৮ মিটার গভীরতার জাহাজ নোঙর করল

বাগেরহাটের মোংলা বন্দরে প্রথমবারের মতো ৮ মিটার গভীরতার জাহাজ জেটিতে নোঙর করেছে। সোমবার মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (উপ-সচিব) কালাচাঁদ সিংহ দ্য রিপোর্ট ডট লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পরীক্ষামূলকভাবে পানামা পতাকাবাহী ‘এম সি সি টোকিও’ জাহাজটি ৩৭৭টি কন্টেইনার নিয়ে জেটিতে নোঙর করে। এর আগে ৭ মিটারের বেশি গভীরতার জাহাজ জেটিতে ভিড়তে পারেনি। ফলে দীর্ঘ গভীরতার জাহাজগুলোর পণ্য পশুর নদীর মাঝে নোঙর করে কিছু পণ্য খালাসের পর জেটিতে ভিড়ে ছিল জাহাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব বলেন, এর আগে ৭ মিটার গভীরতার জাহাজ মোংলা বন্দর জেটিতে পৌঁছেছে। ড্রেজিং এবং নদীতে পানি বেশি থাকায় এবার ৮ মিটার গভীরতার জাহাজ বন্দরে ভিড়েছে। আগামীতে ৯ মিটার গভীরতার জাহাজ বন্দরে ভিড়ার আশা করছি।

Link copied!