প্রশ্নফাঁসে জড়িত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা: ডিবি

নিজস্ব প্রতিবেদক

মে ১৯, ২০২২, ০৫:১৮ এএম

প্রশ্নফাঁসে জড়িত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা: ডিবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন কর্মকর্তাই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছিলেন বলে গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে উঠে এসেছে। সন্দেহভাজন ওই কর্মকর্তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের উপমহাপরিদর্শক ও ডিবির কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, মাউশির ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা গেলে প্রশ্নপত্র ফাঁসে জড়িত পুরো চক্রের সন্ধান পাওয়া যাবে। তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি আমরা মাউশির যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন পরীক্ষা বাতিল করা না করা তাদের সিদ্ধান্ত।’

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গত শুক্রবার ঢাকার ৬১টি কেন্দ্রে পরীক্ষা হয়। ৫১৩টি পদের জন্য পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৩ হাজার। রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে সুমন জোয়াদ্দার নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর প্রবেশপত্রের পেছনে ৭০ নম্বরের উত্তর লেখা ছিল।

Link copied!