প্রাণ বাঁচাতে এগিয়ে আসতে তামিম ইকবালের আকুতি

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২২, ০৪:১১ পিএম

প্রাণ বাঁচাতে এগিয়ে আসতে তামিম ইকবালের আকুতি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের কর্মীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে আগুন লাগার পর একের পর এক মৃত্যু সংবাদে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম। বেড়ে চলেছে আহত মানুষের সংখ্যাও , ঔষধ আর রক্তের জন্য দিক বেদিক ছুটছে স্বজনেরা।

এসব ব্যথিত করে তুলেছে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে। প্রাণ বাঁচাতে আকুতি জানিয়েছেন সাধারণ মানুষকে। রবিবার ভোররাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে আহ্বান জানিয়েছেন, যে যেভাবে সাহায্য করতে পারেন যাতে মানুষের পাশে দাঁড়ায়।

দ্য রিপোর্ট ডট লাইভের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো।

‘চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করবো চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে। দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্ত যোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।’

প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ শতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের অন্তত ১০ সদস্যসহ আরও অনেকে আহত হয়েছেন। ওই ডিপোতে রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণের কারণে দুর্ঘটনাস্থলে প্রবেশ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে প্রথমে একটি কনটেইনারে আগুন লেগেছিল। পরে আরও কয়েকটি কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ঘটে ভয়াবহ বিস্ফোরণ। প্রথমে কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর আগুন ছড়াতে থাকে। শেষ পর্যন্ত দুই শতাধিক কনটেইনারে আগুন লেগে যায়।

হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিক, পুলিশের সদস্যও রয়েছেন। ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত বলেন, আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

Link copied!