প্রার্থীতা প্রত্যাহার করায় দল থেকেই বহিষ্কার জাপা নেতা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৭, ২০২১, ১০:২৩ পিএম

প্রার্থীতা প্রত্যাহার করায় দল থেকেই বহিষ্কার জাপা নেতা

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফর রেজা খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানিয়েছেন।জাতীয় পার্টির প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবী থেকে লুৎফর রেজা খোকনকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

গঠনতন্ত্র অনুসারে সিদ্ধান্ত

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক ধারা মোতাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে। জানা গেছে, কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি থেকে লুৎফর রেজা খোকনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এই কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বলেন, জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যে কোনও পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনি মাঠে থাকার প্রতিশ্রুতিতে জসিম উদ্দিনকে মনোনয়ন দেয়।  কিন্তু জসিম উদ্দিন উক্ত মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে অমান্য করেন। দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় তার বিরুদ্ধে উপরোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে বহিষ্কার হয় কুমিল্লা-৫ আসনের প্রার্থী

শেষ পর্যন্ত মাঠে থাকার প্রতিশ্রুতিতে মনোনয়ন পেয়ে পরে প্রার্থিতা প্রত্যাহার করায় কুমিল্লা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। গত ২১ জুন বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য ৩০ জুলাই সাংসদ আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর এই আসনের নির্বাচনের ভোট গ্রহণের তারিখ রয়েছে। আর এই উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। অন্যদিকে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ায় কোনো প্রার্থী দেয়নি বিএনপি।

Link copied!