বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষতি ৩০৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১২, ২০২৩, ০২:০৭ এএম

বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষতি ৩০৩ কোটি টাকা

রাজধানীতে গুলিস্তানের বঙ্গবাজারে লাগা আগুনে ৩০৩ কোটি টাকা সার্বিক ক্ষতি হয়েছে।  এর মধ্যে মালামাল বাবদ ক্ষয়ক্ষতি ২৮৮ কোটি  ৩৫ রাখ টাকা এবং পাঁচটি মার্কেটের অবকাঠামোগত ক্ষতি ১৪ কোটি ৭০ লাখ টাকা। 

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৮৪৫টি দোকান।এর মধ্যে বঙ্গবাজার কমপ্লেক্সে ২৯৬১টি, মহানগর শপিং কমপ্লেক্সে ৭৯১টি, বঙ্গ ইসলামিয়া মার্কেটে ৫৯টি, বঙ্গ হোমিও কমপ্লেক্সে ৩৪টি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে এ প্রতিবেদনে দাখিল করা হয়। ডিএসসিসির কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেটগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মালিকানাধীন বঙ্গবাজার কমপ্লেক্সটি ১.৭৯ একর ভূমি জুড়ে অবস্থিত। ওই জায়গায় সকল দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। তবে প্রায় দুই শতাংশ জায়গা জুড়ে একটি তিনতলা বিশিষ্ট পাকা ভবন ক্ষতিগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। কাঠামোগত দিক বিবেচনায় মার্কেটটির প্রায় ১১ কোটি ৭০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটে অগ্নিকাণ্ডের ফলে আশপাশের আরও কয়েকটি মার্কেটে আগুন লাগে। তার মধ্যে  এনেক্সকো টাওয়ার মার্কেট, মহানগর মার্কেট এবং বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও মার্কেট রয়েছে । এনেক্সকো টাওয়ার মার্কেটটি ০৭ তলা বিশিষ্ট, যার মধ্যে ০৪ থেকে ০৭ তলা পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত হয়। মার্কেটটিতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

মহানগর মার্কেটটি অধিকাংশই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। এছাড়াও বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও মার্কেটটি ৪তলা বিশিষ্ট, যার বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়। এই দুই মার্কেটে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত কমিটির সকল সদস্যসহ মার্কেটসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়। রাজস্ব বিভাগ ও মার্কেট নির্মাণ সেল থেকে প্রাপ্ত তথ্য এবং প্রকৌশলীদের হিসাবমতে বর্ণিত মার্কেটগুলোর কাঠামোগত দিক বিবেচনায় মোট আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১৪ কোটি ৭০ লাখ টাকা।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটে ২৯৬১টি দোকান ছিল। প্রতিটি দোকান প্রায় ১৭.৫- ২০ বর্গফুট বিশিষ্ট। এই মার্কেটে বেশিরভাগ গেঞ্জির কাপড়, শার্ট, প্যান্ট ও গার্মেন্টস সামগ্রীর দোকান ছিল। মার্কেটের বেশিরভাগ দোকান ছোট সাইজের হলেও কিছু দোকান একসাথে সংযুক্ত করে নির্মাণ করা হয়েছিল, যা গুদামঘর হিসেবে ব্যবহার করা হতো। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে জানা যায় যে, দোকান ভেদে ৪ লক্ষ থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ছিল। ব্যবসায়ীদের তথ্য মোতাবেক এবং বায় বিশ্লেষণপূর্বক বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটে প্রায় আনুমানিক ২২২.০৭ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এনেক্সকো টাওয়ার মার্কেটের বেশিরভাগ দোকান গুদাম হিসেবে ব্যবহার। করা হতো।মহানগর শপিং কমপ্লেক্স মার্কেটটির ক্ষতিগ্রস্ত মালামালের আর্থিক মূল্য প্রায় ৫৯ কোটি ৩ লাখ  টাকা এবং বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও মার্কেটের আনুমানিক ক্ষতিগ্রস্ত মালামালের আর্থিক মূল্য প্রায় ৬ কোটি ৯৭ লাখ  টাকা। উল্লেখ্য যে, উপযুক্ত মার্কেটসমূহের প্রতি দোকান আনুমানিক গড়ে সাড়ে ৭ লাখ  টাকার মালামালের ক্ষতি হিসেবে গণনা করা হয়েছে।

Link copied!