বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ৩১তম বিসিএস-এর কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২২, ০২:৫৬ এএম

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ৩১তম বিসিএস-এর কর্মকর্তার মৃত্যু

ঈদের ছুটিতে গ্রামের বাড়ির দিঘিতে সাঁতার কাটতে নেমে ওমর ফারুক ওরফে মাসুম (৩৫) নামে একজন উপ-কর কমিশনারের মৃত্যু হয়েছে।বুধবার বেলা সোয়া একটার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মল্লিকা দিঘিতে নেমে তিনি নিখোঁজ হন। বিকেল সোয়া পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ওমর ফারুক উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী কর কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। সর্বশেষ ঢাকার কর অঞ্চল–১৩–তে উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওমর ফারুকসহ চার বন্ধু মল্লিকা দিঘিতে সাঁতার কাটতে নামেন। চারজনই সাঁতার কেটে দিঘির মাঝখানে যান। এরপর তিন বন্ধু তীরে ফিরে এলেও ওমর ফারুক আসেননি। তিনি দিঘিতে নিখোঁজ হন। এ ঘটনার পরপরই আশপাশের লোকজন ওমর ফারুকের খোঁজে দিঘিতে উদ্ধার অভিযানে নামেন। কিন্তু তাঁর কোনো সন্ধান না পাওয়ায় বেলা সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সোয়া পাঁচটার দিকে তাঁকে উদ্ধার করে ডুবুরি দল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

Link copied!