বরফকলে সি‌লিন্ডার বিস্ফোরণ; ম্যানেজারের মৃত্যু, দগ্ধ ৪

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৩, ০৫:৪৩ পিএম

বরফকলে সি‌লিন্ডার বিস্ফোরণ; ম্যানেজারের মৃত্যু, দগ্ধ ৪

পটুয়াখালীর বাউফলে এক‌টি বরফকলে গ‌্যাস সি‌লিন্ডার বি‌স্ফোরণ হয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ হয়েছেন চারজন। সি‌লিন্ডার রি‌ফ্রেস‌মেন্টের কাজ করার সময় গ‌্যা‌সের লাইন লিক হয়ে বিস্ফোরণ ঘটে। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সা‌ড়ে ১১টার দিকে বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘা‌টসংলগ্ন খান বরফকলে এ ঘটনা ঘটে।

নিহত আশিক আশফাক খান ওরফে রাসেল ওই বরফকলের ম‌্যানেজার। তাঁর বাড়ি একই এলাকায়। বরফকলের মা‌লিক ফ‌রিদ মোল্লার নিকটাত্মীয় নিহত রাসেল।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী ফায়ার স্টেশ‌নের উপসহকারী প‌রিচালক মো. জাহাঙ্গীর হো‌সেন জানান, রা‌তে খবর পেয়ে বাউফল ও পটুয়াখালীর ফায়ার স্টেশ‌নের কর্মীরা ঘটনাস্থ‌লে আসেন। সি‌লিন্ডার বি‌স্ফোরণে ওই বরফকলের আশপাশের এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে লোক‌জনের সহায়তায় পুরো প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনেন তারা। পরে সেখান থেকে ম্যানেজার রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া দগ্ধ চারজনের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবা‌চি‌ম) ভ‌র্তি করা হ‌য়।

তি‌নি জানান, সি‌লিন্ডার রি‌ফ্রেস‌মেন্টের কাজ করার সময় গ‌্যা‌সের লাইন লিক হয়ে বিস্ফোরণ ঘটে। গত কয়েক‌দিন ধরেই এ কাজ চল‌ছিল। 

Link copied!