এবার বর্ষায় রাস্তা থেকে পানি সরবে আধা ঘণ্টায়: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

মে ১৭, ২০২২, ০১:৩৩ এএম

এবার বর্ষায় রাস্তা থেকে পানি সরবে আধা ঘণ্টায়: মেয়র তাপস

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে নগরবাসী মুক্তি পাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ঢাকায় যে পরিমাণ বৃষ্টি হয়, সেই পানি ধারণ করার ক্ষমতা এই শহরের নেই। তাই বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কিছু জায়গায় হয়তোবা পানি জমতে পারে। সেটা যাতে দ্রুত নিষ্কাশিত হয়, সেই লক্ষ্যে সব কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্নভাবে কাজ করবেন। যাতে আধা ঘণ্টার বেশি পানি জমে না থাকে। সেই দৃঢ়তা নিয়ে তাঁরা কর্মপরিকল্পনা সাজিয়েছেন। এতে সফল হবেন বলে আশাবাদী মেয়র।

সোমবার দুপুরে মেয়রের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শুরুতে ১২৫টি স্থান চিহ্নিত করা হয়েছিল। এসব জায়গায় আগে বৃষ্টি হলে পানি জমে যেত এবং তা সরতে অনেক সময় লাগত। গত কয়েক দিন আগে হওয়া বৃষ্টিপাতে আরও ১১টি এমন জায়গা চিহ্নিত করা হয়েছে।

রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে দীর্ঘদিন সমন্বয়হীনতা ছিল উল্লেখ করে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, অন্যান্য সংস্থাকেও সমন্বিত জায়গায় নিয়ে আসা হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের ওপর প্রচুর চাপ ছিল। তবে তাঁরা আপসহীন নীতি অবলম্বন করেছেন। বর্ষা মৌসুমের আগেই চলমান রাস্তার কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দুই বছর সফলতা নির্ণয় করার যথার্থ সময় নয় বলেও মনে করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি মনে করেন, মৌলিক যে বিষয়গুলো ছিল, এসব বিষয়ে তাঁরা সফলতা অর্জন করতে পেরেছেন।

Link copied!