বহির্নোঙরে লাইটার জাহাজ ডুবি, ৭ নাবিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৯, ২০২২, ০৫:৪২ পিএম

বহির্নোঙরে লাইটার জাহাজ ডুবি, ৭ নাবিক নিখোঁজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার বোঝাই ‘এম ভি টিটু-১৪’ নামে একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার ভোর ৪টার দিকে পারকি বিচ এলাকায় জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। এরমধ্যে ছয় জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। অন্যদের এখনও খোঁজ পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন। কোস্ট গার্ড ওই নিখোঁজ নাবিকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন বলেও তিনি জানান।

এদিকে, কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বলেন, “আজ(শনিবার) ভোর ৪টার দিকে বন্দরের বহির্নোঙরের পারকি বিচ এলাকায় এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। ১৩ জন নাবিক নিয়ে জাহাজটি ডুবে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পাঁচজনকে উদ্ধার করেছি। এছাড়া ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় নিখোঁজ সাতজনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।”

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবি আলম গণমাধ্যমে বলেন, “লাইটার জাহাজটি আবুল খায়ের গ্রুপের। জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।”

Link copied!