বাংলাদেশিদের আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা ২১ জুলাই পর্যন্ত বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট

জুন ২৭, ২০২১, ০৬:০৪ পিএম

বাংলাদেশিদের আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা ২১ জুলাই পর্যন্ত বৃদ্ধি

করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।তবে কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

আরব আমিরাতের সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঠানো এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়েছে। এর আগে ৭ জুলাই পর্যন্ত আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সার্বিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্য দেশেগুলো হলো- ভারত, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এর আগে, বাংলাদেশসহ চারটি দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত ১২ মে থেকে কার্যকর হওয়া ওই নিষেধাজ্ঞার তালিকায় পরবর্তেীতে আরও ১০টি দেশের নাম যোগ হয়।

Link copied!