বাজেট নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২৩, ১২:২৭ এএম

বাজেট নিয়ে যা বললেন মির্জা ফখরুল

২০২৩-২৪ সালের বাজেট নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট গোজামিলের বাজেট। এই বাজেট দিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। 

শুক্রবার (২ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে  বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তারা সব সময় প্রতারণা করে। বাজেটেও একই কাজ করে। সাধারণ মানুষের পকেট কাটা বাজেট এটি। সরকারের নিয়ন্ত্রিত মিডিয়াই বলছে বাজেট মানুষের জন্য হয়নি।

বিএনপির মহাসচিব বলেন, ‘নিত্যপণ্যের দামের যে ঊর্ধ্বগতি, চলমান সঙ্কট সেখান থেকে বেরিয়ে আসার কোনো রূপরেখা বাজেটে নেই। টাকা কোত্থেকে আসবে? কীভাবে আসবে সেটাও বলা নেই। এমনকি ভিক্ষুকদেরও নাকি ২ হাজার টাকা আয়কর দিতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সরকারকে বলব- অনেক হয়েছে আপনারা সরে যান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। না হলে দেশের মানুষ জানে কীভাবে বিদায় করতে হয়।

জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ৪ বছরে তিনি দেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তিনি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে অনুপ্রেরণা যুগিয়েছিলেন। জিয়াউর রহমানকে জনগণের হৃদয় থেকে মুছে দেওয়া যাবে না। গোটা বিশ্ব তাঁকে এমার্জিং লিডার হিসেবে পরিচিতি দিয়েছিল। জিয়াউর রহমান সম্পর্কে অল্প সময়ে বলে শেষ করা যাবে না।

বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক ও একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে। সেজন্য আমাদের লড়াই-সংগ্রাম করতে হচ্ছে। আগামীতেও লড়াই করতে হবে। পেশাজীবীসহ সবাইকে আমি যার যার অবস্থান থেকে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাব। দেশ ও জাতিকে রক্ষা করতে হলে এর বিকল্প নেই।

Link copied!