বানৌজা শেখ হাসিনার অপারেশনাল কার্যক্রম ‍শুরু

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২০, ২০২৩, ০৭:০২ পিএম

বানৌজা শেখ হাসিনার অপারেশনাল কার্যক্রম ‍শুরু

সমুদ্রসীমায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনার অপারেশনাল কার্যক্রম শুরু হচ্ছে। 

সোমবার (২০ মার্চ) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারের পেকুয়ায় এ ঘাঁটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  

এর আগে ২০১৭ সালের ১২ মার্চ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয় দুটি সাবমেরিন। সাবমেরিন ঘাঁটি নির্মাণের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ এবং গণচীনের মধ্যে জিটুজি চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ২০২১ সালে নৌ প্রধানের উপস্থিতিতে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির নির্মাণ কাজের গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠিত হয়।

বানৌজা ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামে সাবমেরিন দুটির নিরাপত্তা ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের স্বার্থেই বিশেষায়িত ঘাঁটির প্রয়োজন। সেজন্য প্রায় ৭০০ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা। এর আগে কর্ণফুলী নদীর ঈশা খাঁ নৌঘাঁটিতে রাখা হতো এই দুটি সাবমেরিন।

কক্সবাজারের পেকুয়ার সাবমেরিন ঘাঁটি এলাকাটি বর্ণিল সাজে সেজেছে। ঘাঁটির উল্লেখযোগ্য স্থাপনাসমূহের মধ্যে রয়েছে- সাবমেরিনের বার্থিং ফ্যাসিলিটিজ, সাবমেরিনের সহায়ক অন্যান্য যুদ্ধ জাহাজের বার্থিং ফ্যাসিলিটিজ, সাবমেরিন ফ্লিট হেডকোয়ার্টার্স, সাবমেরিন ট্রেনিং স্কুল ও সিমুলেশন সেন্টার, ড্রাই ডক এবং সাবমেরিন সংশ্লিষ্ট সকল প্রকার বেস সাপোর্ট ফ্যাসিলিটিস রয়েছে। এছাড়াও কর্মকর্তা ও নাবিকদের বসবাসের জন্যও সব সুবিধা রাখা হয়েছে।

Link copied!