বিএনপি নেতা মজনুকে আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৪:২০ এএম

বিএনপি নেতা মজনুকে আটকের অভিযোগ

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।বিএনপি'র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ গণমাধ্যমে এই অভিযোগ করেন।রাজধানীর পল্টন থানার ওসি সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গণমাধ্যমে আবদুস সালাম আজাদ বলেন, “রাজধানীর নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুসহ ২০  থেকে ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আব্দুস সালাম আজাদ অভিযোগ করে বলেন শুধু মজনুসহ ২০-২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি পুলিশ এখনো পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মহানগর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।

এদিকে, পল্টন থানার ওসি সালাহউদ্দিন গণমাধ্যমে বলেন, “ছাত্রদল কর্মীরা আকস্মিভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৮-১০ জনকে আটক করা হয়েছে।”

প্রসঙ্গত, বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। রবিবার সন্ধ্যা ৬টার পর এ ঘটনা ঘটে।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান গণমাধ্যমে বলেন, “রাজধানীর রূপনগর থানায় ছাত্রদলের কর্মী সভায় স্থানীয় ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ হামলা করে। এ ঘটনার প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিংগেল মোড়ের কাছে গেলে পুলিশ বাধা দেয়।”

তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ বাধা দিলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকি গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।

Link copied!