বিএনপির আমীর খসরু ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২২, ০৯:২২ পিএম

বিএনপির আমীর খসরু ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ও তার স্ত্রীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (২৬ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকার উপপরিচালক সেলিনা আখতার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। 

এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে দুদক সচিব মাহবুব হোসেন জানান, সোমবার দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার বাদী হয়ে মামলাটি করেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়েছে। 

মামলায় আসামি করা হয়েছে- আমীর খসরু মাহমুদ চৌধুরী, তাঁর স্ত্রী তাহেরা খসরু আলম, হোটেল সারিনার চেয়ারম্যান গোলাম সরোয়ার, তাঁর স্ত্রী হোটেল সারিনার ব্যবস্থাপনা পরিচালক সাবেরা সরোয়ার (নীনা) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদন শাখার বিল্ডিং ইন্সপেক্টর আওরঙ্গজেব নান্নুকে।

Link copied!