আওয়ামী লীগের রংপুর মহাসমাবেশ

বিএনপির কোমর ভেঙে গেছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৩, ১২:৪৭ এএম

বিএনপির কোমর ভেঙে গেছে: ওবায়দুল কাদের

ছবি: বিটিভির ফেসবুক পেজ

আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বর্ণনা তুলে ধরে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তিস্তা পাবেন। গঙ্গার পানি যার নেতৃত্বে আমরা পেয়েছি, তার নেতৃত্বে তিস্তা নদীর পানিরও ভাগ আমরা পাব। ধৈর্য্য ধরেন, আওয়ামী লীগ পালাবে না। আমাদের শিকড় মাটির গভীরে।’

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে এ আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: রংপুরের মঙ্গা দূর করেছে আওয়ামী লীগ সরকার: শেখ হাসিনা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির একদফা খাদে পড়ে গেছে। ওই দলের কোমর ভেঙে গেছে। ওই দল আর পারবে না। খাদে পড়া দলের দফা বাস্তবায়ন হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো ঘোষণা করে দিয়েছি, আমাদের নির্বাচনের নেতা শেষ হাসিনা। আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা।’

বুধবার (২ আগস্ট) রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মহাসমাবেশ শুরু হয়। দুপুর ১২টা ১২ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এর আগেই সকাল থেকেই স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রংপুর নগরীসহ বিভাগের আট জেলা ও ৫৮টি উপজেলার গ্রাম পর্যায় থেকে এসেছেন নেতাকর্মীরা। অনেকে রাতেই এসে সমাবেশস্থলের আশেপাশে অবস্থান নেন। 

Link copied!