বিদেশি প্রতিনিধি দল আসবে যাবে, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২৩, ১১:৪০ পিএম

বিদেশি প্রতিনিধি দল আসবে যাবে, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে: কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকায় যত বিদেশি প্রতিনিধি আসুক না কেন বাংলাদেশের সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর রমনায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে এক সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্লামেন্ট বিলুপ্ত হবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির মনে দুঃখ, মার্কিন প্রতিনিধি দল তত্বাবধায়ক সরকার দিয়ে গেলো না।”

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ সফর করে দেশে ফিরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেৃতত্বে একটি মার্কিন প্রতিনিধি দল। তার সাথে আরও ছিলেন  দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এছাড়া,  ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন অনুসন্ধানী অগ্রগামী দলটি এখনও ঢাকায় অবস্থান করছে। অনুসন্ধানী মিশন দলটি ঢাকায় অবস্থানকালে সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কর্মকর্তা, রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেছেন। এছাড়া, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথেও ইইউ প্রতিনিধি দল বৈঠক করবেন। আগামী ২৩ জুলাই ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই দলটির।

আসছে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে এসব বিদেশি প্রতিনিধি দলের ঢাকা সফরের বিষয় নিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা দায়িত্বে থেকে নির্বাচনকালীন সরকারে থাকবেন। মিথ্যাচার করে কোনো লাভ হবে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আমরা বলেছি, আমরা শান্তি চাই। নির্বাচনের সময়ও শান্তি চাই।”

বিএনপিকে একটি ‘শয়তানের দল’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, “আরও ৩৬টা শয়তানের দলের মিল হয়েছে। তারা নাকি রাষ্ট্র মেরামতে নেমেছে। মেরামত তো শেখ হাসিনা করেছেন। আপানার তো চুরি করেছেন, খাম্বা দিয়েছেন। আর শেখ হাসিনা দিয়েছেন শতভাগ বিদ্যুৎ।”

বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক আমরা চাই না-উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি মার্কা নির্বাচনকালীন সরকার আমরা মানি না। সংবিধানে বাইরে একচুলও নড়ব না। আওয়ামী লীগ কারও কাছে মাথানত করবে না।”

Link copied!