যাত্রীদের সময় নিয়ে বিমানবন্দরে যাত্রার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১০, ২০২২, ০৯:২৪ পিএম

যাত্রীদের সময় নিয়ে বিমানবন্দরে যাত্রার অনুরোধ

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গমনকারী যাত্রীদেরকে হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রা শুরু করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক উত্তরা বিভাগ।

ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানানো হয়, রাজধানীর বিমানবন্দর এলাকায় চলমান বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য বর্তমানে তিন লেনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে খিলক্ষেত হয়ে উত্তরা ও গাজীপুরগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উক্ত সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হয়।

বিশেষ করে বিমানবন্দরগামী যাত্রীদের নির্দিষ্ট সময়েরও অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে।
একই সাথে বিমানবন্দরগামী যাত্রীদের লা মেরিডিয়ান হোটেল ও কাওলা অতিক্রম করার পর অবশ্যই বাম লেন ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Link copied!