বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু: ‘বালাইনাশক’ কোম্পানির এমডি-চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জুন ৮, ২০২৩, ০৬:৪৮ পিএম

বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু: ‘বালাইনাশক’ কোম্পানির এমডি-চেয়ারম্যান গ্রেফতার

তেলাপোকা মারার বিষক্রিয়ায় শাহিল মোবারত(৯) ও তার বড় ভাই শায়েন মোবারত (১৫) মৃত্যুবরণ করেন। সংগৃহীত ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তেলাপোকা মারার বিষক্রিয়ায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় বালাইনাশক পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফ ও চেয়ারম্যান ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ বিভাগ তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার সকালে ডিবি লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেলাপোকা মারার বিষক্রিয়ায় শিশু দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ডিবি পুলিশের লালবাগ বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ঢাকায় নিয়ে আসা হয়। এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিস্তারিতজানানো হবে বলে জানান ডিএমপি ডিবির এই কর্মকর্তা।

প্রসঙ্গত, মোবারক হোসেন (তুষার) ও শারমিন জাহান (লিমা) দম্পতি দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন। তিন সন্তানের মধ্যে মেয়েটি ছিল মেজ। গত শুক্রবার তেলাপোকার উৎপাত থেকে বাঁচতে একটি প্রতিষ্ঠানের কর্মীদের বাসায় ডেকে আনলে তাঁরা বাসায় তেলাপোকা মারার ওষুধ স্প্রে করে যান। দুইদিন পরে বসায় ফিরে বিষক্রিয়ায় প্রথমে ছোট ছেলে শাহিল মোবারত ও পরে তার বড় ভাই শায়েন মোবারত অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি তাদের বাবা-মাও অসুস্থ হয়ে পড়েন।

রবিবার ভোরে দুই ভাইকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে শাহিলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে শায়েনও মারা যায়। এই দম্পতির অপর সন্তান মেয়েটি সুস্থ আছে। দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

Link copied!