বুড়িমারী স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৭, ২০২২, ০৩:১৫ এএম

বুড়িমারী স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

ঈদ উল আজহা উদযাপন ও সাপ্তাহিক ছুটিসহ সাত দিন বন্ধ থাকবে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বুধবার শুল্ক স্টেশন ও স্থলবন্দর উভয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ গণমাধ্যমকে বলেন, “ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সিন্ধান্ত এবং ইস্যুকৃত চিঠি অনুযায়ী আগামী ৯ জুলাই হতে ১৪ জুলাই এবং ১৫ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ওইদিন পর্যন্ত মোট সাতদিন  আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ী সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ জুলাই থেকে যথারীতি কার্যক্রম চালু হবে।

তবে পুলিশ অভিবাসন চৌকি খোলাসহ পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান।

তিনি গণমাধ্যমকে বলেন, সিঅ্যান্ডএফ ও আমদানি-রপ্তানিকারকরা এবং ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা কাজ বন্ধ রাখলে এমনিতেই স্থল শুল্ক স্টেশন ও বন্দরের কাজ থাকে না। তবে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের কাস্টমস কার্যালয় খোলা থাকবে।“ পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলেও তিনি জানান।

Link copied!