বেগমগঞ্জে মন্দিরে হামলা: গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৮, ২০২১, ০৮:৪৪ পিএম

বেগমগঞ্জে মন্দিরে হামলা: গ্রেফতার ৪

নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনীতে মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় মন্দিরের লুটকৃত পূজার সামগ্রীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (০৭ নভেম্বর) রাতে রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জের বন্দর এবং নোয়াখালীর বেগমগঞ্জ হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মনির হোসেন ওরফে রুবেল, জাকের হোসেন ওরফে রাব্বি, মোঃ রিপন এবং মোঃ নজরুল ইসলাম ওরফে সোহাগ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লুটকৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

সোমবার (০৮ নভেম্বর) র‍্যাব সদরদপ্তর কুর্মিটোলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ফোর্সেস মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন আলী

গত ১৫ অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরে হামলা ও লুটতরাজ চালায় একদল দুষ্কৃতিকারী। এই সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে র্যাব-১১ এর আভিযানিক দল ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে৷  

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রুবেল, রাব্বী এবং রিপন সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে প্ররোচিত হয়ে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করে। হামলা পরবর্তী গ্রেফতারকৃত রুরেল, রাব্বী এবং রিপন ০২টি বস্তায় করে মন্দিরের বিভিন্ন পিতলের পূজার সামগ্রীসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। তারা গ্রেফতারকৃত সোহাগ এর সহযোগিতায় ধাতব আইটেমসমূহ রুপান্তর করে বিক্রির পরিকল্পনা করেছিল। মন্দিরে মালামাল লুট করার সময় রুবেল এর ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াতে ভাইরাল হয়। গ্রেফতারকৃত রুবেল, রাকিব, রিপন এবং সোহাগ বিভিন্ন পেশায় জড়িত। গ্রেফতারকৃত রুবেল এর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় চুরি ও ছিনতাই এর ০১টি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!