ভারত যেতে তিন ট্রেনেরই ভাড়া বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

জুন ১২, ২০২৩, ০৪:১৮ পিএম

ভারত যেতে তিন ট্রেনেরই ভাড়া বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ

রেলপথে ভারত যেতে ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। আসছে ১ জুলাই থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক মোহাম্মদ মিহরাবুর রশিদ খাঁনের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে। ওই আদেশে বলা হয়, ঢাকা থেকে ভারতের কলকাতা, নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা রুটের তিন ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে।

ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বাড়ার কারণে ভাড়া বাড়ানো হয়েছে উল্লেখ করে ওই আদেশে বলা হয়, চলতি বছরের ৬ জুন ভাড়া বাড়ানোর বিষয়ে একটি আদেশ দেওয়া হয়েছে যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

নতুন আদেশ অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা-কলকাতা এসি সিটের ভাড়া ট্রাভেল ট্যাক্স ও ভ্যাটসহ মোট ৪ হাজার ৭৯৫ টাকা। যা আগে ছিল ৪ হাজার ১৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৯৬১ টাকা থেকে ৩ হাজার ৫৩০ টাকা করা হয়েছে। 

খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া ২ হাজার ৩৫০ টাকা থেকে করা হয়েছে ২ হাজার ৯০০ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৭৩৫ টাকা থেকে করা হয়েছে ২ হাজার ২৬৫ টাকা।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ৫ হাজার ৯১৫ টাকা থেকে করা হয়েছে মোট ৬ হাজার ৫৭০ টাকা, এসি সিটের ভাড়া ৪ হাজার ৬৫ টাকা থেকে করা হয়েছে মোট ৪ হাজার ১৭৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ৩ হাজার ২১০ টাকা থেকে করা হয়েছে মোট ৩ হাজার ৭৮৫ টাকা।

৫ বছর পর্যন্ত শিশুর ভাড়া বড়দের ভাড়ার ৫০ শতাংশ ধরা হবে বলেও ওই আদেশে বলা হয়।

Link copied!